চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বার্সাকে ‘গার্ড অব অনার’ দিতে চায় না রিয়াল

বার্সা আগেভাগে লা লিগার শিরোপা নিশ্চিত করলেও তাদের গার্ড অব অনার দিতে চায় না রিয়ালের সমর্থকরা। দলটির কোচ জিদানও একই কথা বলেছিলেন।

লা লিগায় কোনো ক্লাব আগেভাগে শিরোপা নিশ্চিত করলে লিগের বাকি ম্যাচগুলোয় তাদেরকে প্রতিপক্ষের ‘গার্ড অব অনার’ দেওয়ার রেওয়াজ আছে স্প্যানিশ ফুটবলে। কিন্তু রিয়াল সেই রেওয়াজ ভাঙতে চাচ্ছে।  দুই দল মুখোমুখি হবে ৬ মে।

বার্সাকে গার্ড অব অনার দেয়া নিয়ে কী ভাবছে রিয়ালের সমর্থকরা, তা জানতে একটি জরিপ চালায় মার্কা। সেখানে দেখা যাচ্ছে, অধিকাংশ সমর্থক গার্ড অব অনারের বিপক্ষে।

সামনের চার ম্যাচ জিতলে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করবে বার্সেলোনা। ৩১ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদ।

মার্কার জরিপে ১৬ হাজারের বেশি ভোটার অংশ নেয়। তাদের মধ্যে ৬৩ শতাংশ মানুষ মনে করেন, গার্ড অব অনার না দেওয়াই যুক্তিসঙ্গত। ৩৭ শতাংশ মানুষ আবার বলছেন, রেওয়াজ রক্ষা করা উচিত।