চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বার্ড ফ্লু আতঙ্কে কানপুর চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

বার্ড ফ্লু আতঙ্কে পরবর্তী ঘোষণার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের কানপুর চিড়িয়াখানা।

শনিবার কানপুর অভয়ারণ্যে এক পাখির দেহে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্তের পর এমন সিদ্ধান্তে এসেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মৎস্যচাষ, পশুপালন ও দুগ্ধ উৎপাদন দপ্তরের মন্ত্রী শ্রী গিরিরাজ সিং বিষয়টি নিশ্চিত করেছেন।

এরই মধ্যে কানপুর ছাড়াও কেরেলা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হারিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা উপসর্গ পাওয়া গেছে।

তবে এই রোগ যাতে আরও ছড়িয়ে যেতে না পারে আক্রান্ত রাজ্যগুলোকে বিভিন্ন পরামর্শ দিয়েছে প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

বন ও পরিবেশমন্ত্রী দারা সিং চৌহান বলেছিলেন, বার্ড ফ্লু প্রতিরোধে রাজ্য সরকার এবং বন বিভাগ ইতোমধ্যে গত বছর ২৪ নভেম্বর চিড়িয়াখানায় একটি আদেশ জারি করেছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে, বার্ড ফ্লু সংক্রান্ত মামলার খবর প্রকাশের পরে, রাজ্য সরকার এবং বন বিভাগ গত বছরের ২৪ নভেম্বর চিড়িয়াখানাগুলিকে একটি আদেশ জারি করে সতর্কতার আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, কানপুরে বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কানপুর চিড়িয়াখানা বন্ধ করে দিয়েছে এবং স্যানিটাইজেশন প্রক্রিয়াধীন রয়েছে।

ভারতের বন প্রিন্সিপাল চিফ কনজারভেটর সুনিল পান্ডে বলেছেন: কানপুর চিড়িয়াখানায় ১০টি পাখি মারা গিয়েছে। এ ঘটনার পর শনিবার রাত থেকেই চিড়িয়াখানাটি বন্ধ ছিল এবং স্যানিটাইজেশন কাজ চলছে।