চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বানভাসি মানুষের পাশে বিসিবি

ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের প্রায় অর্ধেক অঞ্চল। উত্তরাঞ্চল বলতে গেলে পুরোটাই পানির নিচে! বন্যার্তদের অবর্ণনীয় দুর্ভোগ সারাদেশের মানুষকেই ছুঁয়ে যাচ্ছে। যে যেভাবে পারছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছে বিসিবিও। শুক্রবার উত্তরাঞ্চলের জেলা সিরাজগঞ্জে প্রায় আড়াই হাজার বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ত্রাণের প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে চিড়া, গুড়, বিস্কুট, আটা, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি। বন্যার্ত মানুষদের একটি করে প্যাকেট তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সহ-সভাপতি আ জ ম নাসির। এ সময় বিসিবির কয়েকজন পরিচালকও উপস্থিত ছিলেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে বিপিএল গভর্নিং কাউন্সিলও। তাদের নিজস্ব ফান্ড থেকে বন্যার্তদের সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যার কারণে টুর্নামেন্টটির পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।