চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশে লুব্রিক্যান্ট অয়েল সাইনোপেকের যাত্রা শুরু

বাংলাদেশে যাত্রা শুরু করলো চীনের লুব্রিক্যান্ট অয়েল ব্র্যান্ড সাইনোপেক। রাজধানীর ওয়েস্টিন হোটেলে শনিবার জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের আয়োজনে ব্র্যান্ডটির যাত্রার সূচনা ঘোষণা করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে সাইনোপেক লুব্রিক্যান্ট অয়েলের একমাত্র পরিবেশক কোম্পানি জেনারেল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারপার্সন চৌধুরী মানারাত মাহফুজা, ব্যবস্থাপনা পরিচালক নাফিউর রহমান ও কোম্পানির প্রধান উপদেষ্টা চৌধুরী মুনীর উদ্দীন মাহ্ফুজ, সাইনোপেক লুব্রিক্যান্ট কোম্পানির ভাইস চিফ এক্সিকিউটিভ প্রফেসর কোউ জিয়ানচাও।

চীনে শীর্ষস্থানে ও বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা এই ব্র্যান্ডটির বিভিন্ন বৈশিষ্ট্য ও শিল্প স্থাপনায় এর ব্যবহারিক উপকারিতার নানান দিক প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় অনুষ্ঠানে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাইনোপেক লুব্রিক্যান্ট অয়েল বিশ্বের খ্যাতনামা শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করে আসছে।

বাংলাদেশের শিল্পখাতে সাইনোপেক লুব্রিক্যান্ট অয়েলের একটি সম্ভাবনাময় ক্রেতাগোষ্ঠী গড়ে উঠবে বলে অনুষ্ঠানের অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও মিডিয়াকর্মীদের সামনে অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী লোগো উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে সাইনোপেক লুব্রিক্যান্ট-এর উদ্বোধন ঘোষণা করেন।