চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশে আসার আগে ক্যারিবীয় অলরাউন্ডারের করোনা

করোনাভাইরাসের ভয় ও ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ১০ শীর্ষ ক্রিকেটার। প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে যখন সফরে আসার প্রস্তুতি নিচ্ছে ক্যারিবীয়রা, স্কোয়াডে হানা দিল করোনা। পজিটিভ হয়ে দল থেকে ছিটকে গেছেন বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলেছেন রোমারিও। বর্তমানে গায়ানায় নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার জায়গায় দলে নেয়া হয়েছে তরুণ পেসার কিয়ন হার্ডিংকে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শুক্রবার বিবৃতিতে রোমারিওর করোনা টেস্টে পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সিরিজ সামনে রেখে গত শনিবার প্রথম ও বৃহস্পতিবার দ্বিতীয়বার টেস্ট করানো হয় ক্রিকেটারদের।

রোমারিওর জায়গায় ডাক পাওয়া কিয়ন হার্ডিং এখন পর্যন্ত খেলেছেন ২৪টি প্রথম শ্রেণির ও ২০টি লিস্ট ‘এ’ ম্যাচ।