চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বসনিয়ার ‘গণহত্যা’ প্রস্তাবে রাশিয়ার ভেটো

বসনিয়া যুদ্ধে সার্বিয়া সেনাদের স্রেব্রেনিকা হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ অভিহিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব উত্থাপন করেছিলে তাতে ভেটো দিয়েছে রাশিয়া। বুধবার ওই হত্যাকাণ্ডের ২০তম বার্ষিকী উপলক্ষে প্রস্তাবটির ওপর ভোটাভোটি হয়। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবটি তৈরি করে।

১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধে সার্ব সেনারা প্রায় ৮ হাজার মুসলিমকে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই ঘটনাকে ইউরোপের সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করা হয়।

রাশিয়া ভেটো ‍দিলেও অ্যাঙ্গোলা, চীন, নাইজেরিয়া ও ভেনেজুয়েলা প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে। আর সার্বিয়া এ প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছে।