চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বন্ধ হচ্ছে গুয়ান্তানামো বে কারাগার

কিউবার গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করার একটি পরিকল্পনা মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পরিকল্পনা অনুযায়ী কারাগারে আটক ৯১ বন্দীকে তাদের নিজের দেশে ফেরত পাঠানো অথবা যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক কারাগারে স্থানান্তরের করার কথা জানান তিনি।

ওবামা বলেন, বিচার প্রক্রিয়া ছাড়া বন্দীদের আটকে রাখা মার্কিন মূল্যবোধের পরিপন্থী এবং তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

তবে ওবামার ওই পরিকল্পনার বিরোধীতা করছেন রিপাবলিকান সদস্যরা। তারা বলছেন, বন্দীদের ছাড়া হলে বা স্থানান্তর করা হলে তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে। সেই সাথে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই গুয়ানতানামো বে কারাগার বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন বারাক ওবামা।