চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘বন্দুকযুদ্ধে’ গাজীপুরে ‘ডাকাত’ নিহত

গাজীপুরের শ্রীপুর সাতখামাইর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাসুদ পারভেজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি ডাকাত ও মাদকব্যবসায়ী। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৬টি শটগান, একটি ওয়ান শুটারগান, ১৩টি কার্তুজ ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে শ্রীপুর মডেল থানায় রাখা হয়েছে।

র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একদল ডাকাত শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দল সেখানে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মাসুদ পারভেজ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।

নিহত পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৭টি ডাকাতি, একটি হত্যা, একটি অস্ত্র আইনে মামলাসহ মাদক ও অন্যান্য অভিযোগের মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলজে মর্গে পাঠানো হয়েছে।