চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বঙ্গবন্ধু স্যাটেলাইট: মাহেন্দ্রক্ষণের অপেক্ষা

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ। সেপ্টেম্বরেই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে আর আবহাওয়া বৈরি না হলে ডিসেম্বরেই উৎক্ষেপিত হবে বাংলাদেশের স্যাটেলাইট

গাজীপুর স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের কাজের অগ্রগতি দেখতে গিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব কথা জানিয়েছেন।

নিজেদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করে এনেছে বাংলাদেশ। ফ্রান্সে স্যাটেলাইটের নির্মাণ কাজের অগ্রগতি যেমন হয়েছে তেমনি গাজিপুরে স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশনের কাজও প্রায় শেষ পর্যায়ে। সৌন্দর্য বর্ধনের কাজটুকু বাদ দিলে সম্পন্ন হয়েছে কারিগরিসহ বাকি অংশটুকুর কাজ।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, কাজ প্রায় শেষ এখন কেবল সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানালেন, শুধু উৎক্ষেপণ নয় বরং এটির সর্বোচ্চ ব্যবহার নিয়েও সচেষ্ট তার মন্ত্রনালয়। কৃত্রিম এই উপগ্রহ পরিচালনা করতে এরই মধ্যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান তৈরির কাজ চলছে।ৎ

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: