চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুবলীগের মানববন্ধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে অবস্থান নেওয়া মৌলবাদীদের কঠোর হস্তে দমনের সংকল্প ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত মানববন্ধনে যুবলীগ নেতৃবৃন্দ অবিলম্বে এর মূলহোতা বাবুনগরী ও মামুনুল হককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

বক্তারা বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, বিশ্ব এজতেমার জন্য টঙ্গিতে বিশাল জায়গার ব্যবস্থা করাসহ ইসলাম ধর্মের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী শিক্ষার সনদের স্বীকৃতি প্রদান করেন। যা তারা বেমালুম ভুলে গেছে। ফায়দা লুটার জন্যই তারা মূর্তি আর ভাস্কর্যকে এক করে ফেলেছে দাবি করেন যুবলীগ নেতারা।

বক্তারা জঙ্গিবাদের মদদপুষ্ট এই হেফাজত নেতাকমীদের বিরুদ্ধে ইস্পাত কঠিন দৃঢতা নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক একেএম তারিকুল হায়দারের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন যুগ্ম আহবায়ক প্রকৌশলী বাহার খন্দকার সবুজ।