চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বছরজুড়ে চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বছরজুড়েই বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র এবং স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি।

কমিটির সদস্যরা বলছেন, হৃদয়ে ধারণ করা বঙ্গবন্ধুকে আরো ভিন্নভাবে তুলে ধরতে কাজ করবেন তারা।

জন্মশতবার্ষিকী উদযাপনের আটটি উপকমিটির মধ্যে চলচ্চিত্র ও তথ্যচিত্র উপ-কমিটি বছরজুড়েই চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র এবং ওয়েবসিরিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। অভিজ্ঞ ও আগ্রহী নির্মাতাদের ২৯ আগস্টের মধ্যে চিত্রনাট্য এবং পূর্ণাঙ্গ প্রস্তাব চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানোর অনুরোধ করেছে কমিটি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সুকীর্তি বছরজুড়ে নানাভাবে তুলে ধরার কথা জানান সংশ্লিষ্টরা।

চলচ্চিত্রব্যক্তিত্বরা আশাবাদী, চলচ্চিত্রগুলো বঙ্গবন্ধুকে আরো ভালোভাবে জানার বোঝার সুযোগ সৃষ্টি করবে।। দেশে প্রদর্শন হওয়া চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্রগুলো বিদেশের বিভিন্ন উৎসবেও প্রদর্শন করা হবে।

বিস্তারিত ভিডিও রিপোর্টে: