চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেসবুকে বিজ্ঞাপন বয়কট: হ্যারি-মেগান দম্পতির সমর্থন

ফেসবুকে বিজ্ঞাপন বর্জনের ডাক দিয়ে চালু করা আন্দোলন ‘#স্টপহেটফরপ্রফিট’ জোরদার হচ্ছে। জানা গেছে, এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি।

এই প্রসঙ্গে আন্দোলনের এক সূত্র বলেছে, ‘আমাদের পরিধি বাড়ছে। প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল আমাদের সাথে আছেন।’

সূত্রের তরফ থেকে জানানো হয়েছে, হ্যারি এবং মেগান তাদের জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন এই আন্দোলনে। তারা ইতোমধ্যেই বিশ্বের বড় বড় টেক, মিডিয়া, ভোগ্যপণ্য, খাবার ও পানীয়, পোশাক এবং অন্যান্য খাতের সিইওদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে আন্দোলনে যোগ দেয়ার জন্য অনুরোধ করছেন হ্যারি ও মেগান।

গত এক সপ্তাহ সময় ধরে প্রায় ১০০ সংস্থা ফেসবুকের বিজ্ঞাপনে তাদের বিনিয়োগ প্রত্যাহার করেছে। ভুয়া তথ্য, বর্ণবাদ ও উত্তেজনা ছড়ানোর মত কনটেন্টের বিরুদ্ধে ফেসবুক কোনো ব্যবস্থা না নেওয়ায় এ প্ল্যাটফর্ম থেকে বড় বড় বিজ্ঞাপনদাতারা সরে যাচ্ছে। ক্যাম্পেইনের তরফ আশা করা হচ্ছে ফেসবুক তাদের নীতি বদলের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে একটি সুরক্ষিত ও পক্ষপাতহীন প্ল্যাটফর্ম হবে। পিঙ্ক ভিলা