চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফেলানী হত্যাকাণ্ড: সন্তানের কবরে মায়ের অপেক্ষার ৭ বছর

কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ৭ বছর আজ। দেশ-বিদেশে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম ভারতের উচ্চ আদালতে গড়ালেও এখনও ন্যায়বিচার পায়নি ফেলানীর পরিবার। ফেলানীর বাবা নুরুল ইসলাম ভারতের সর্বোচ্চ আদালতে দু’টি রিট পিটিশন দাখিল করেন যা এখনও বিচারাধীন।

সন্তানের কবরের পাশে আজও অপেক্ষা মায়ের। পৃথিবী ছেড়ে যে চলে যায় সে আর ফিরবে না কোনদিন। তবে ন্যায়বিচারের অপেক্ষার দিনগুলো যেন শেষ হচ্ছে না। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশের কিশোরী ফেলানী। কাঁটাতারের বেড়ায় চার ঘণ্টা ঝুলে থাকে তার লাশ।

ফেলানীর ঝুলে থাকা ছবি প্রকাশিত হলে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। ২০১৩ সালে ভারতের কুচবিহারে বিএসএফ’র বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। তবে, অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর ২০১৫ সালে ভারতের উচ্চ আদালতে রিট করেন ফেলানীর বাবা।

ভারতের সুপ্রিম কোর্ট কয়েকবার শুনানি পিছিয়ে আগামী ১৮ই জানুয়ারি শুনানীর দিন ঠিক করেছে। ন্যায় বিচারের আশা করছেন ফেলানী হত্যাকাণ্ডের আইন সহায়তাকারী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন।

এমন আলোচিত হত্যাকাণ্ডের পরও থেমে নেই সীমান্ত হত্যা। ভারতের উচ্চ আদালত থেকে ফেলানী হত্যার ন্যায়বিচার পেলে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে এমনটাই আশা সবার।

আরও দেখুন কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সামিয়া রহমান প্রিমার ভিডিও রিপোর্ট: