চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফুল চাষ করে ভাগ্য বদলেছেন আবদুল আলীম

সাভারের আশুলিয়ায় ফুল চাষ করে নিজের ভাগ্য বদলেছেন আবদুল আলীম। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন অনেকের। কয়েক বছর আগে আশুলিয়ার দোসাইদ সরকারি তিন বিঘা জমি লিজ নিয়ে ফুল চাষ শুরু করেন আবদুল আলীম। তার বাগানে গাজরা বা মালতি ফুলের গাছ রয়েছে নয়শ’ টি। বাগানের ফুল থেকে প্রতিদিন তিনশ’ মালা গেঁথে তা পাঠান দেশের বিভিন্ন বাজারে।

ফুল চাষে সফল আবদুল আলীম বলেন, বর্তমানে আমার দশজন কারিগর আছেন তাদেরকে খরচ দিয়ে প্রতি মাসে সাত থেকে আট হাজার থাকে। ফুল চাষ করে ভালোই লাভবান হয়েছি ফুল চাষ করে।

অাবদুল অালীমের ফুল বাগানে কর্মরত রয়েছেন বেশ কয়েকজন নারী ও পুরুষ। এক একজন শ্রমিক দিনে ১৮ থেকে ২০টি ফুলের মালা গাঁথেন। বাগান মালিক আবদুল আলীম প্রতিদিন ভোরে ঢাকার আগারগাঁওয়ে এসে ব্যাপারীদের কাছে বিক্রি করেন এসব মালা ও ফুল। তিনশ’ ফুলের মালা ২ হাজার ২শ’ থেকে ২ হাজার ৩শ’ টাকায় বিক্রি করেন তিনি।

তবে তার বাগানের আগাছা পরিষ্কার, ফুল তোলা, মালা গাঁথার কাজে নারী শ্রমিকরাই বেশী সম্পৃক্ত রয়েছে।