চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিলাডেলফিয়ায় ডেপুটি মেয়র বাংলাদেশী নিনা আহমেদ

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ডেপুটি মেয়র হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ড. নিনা আহমেদ।

সম্প্রতি অঙ্গরাজ্যটির মেয়র জিম কেনি ড. নিনাকে ডেপুটি মেয়র ফর পাবলিক এনগেজমেন্ট পদে মনোনয়ন দেন বলে জানিয়েছে ফিলাডেলফিয়া ফাউন্ডেশন।

এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজের সুযোগ পান নিনা।

প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকানস অ্যান্ড প্যাসিফিক আইসল্যান্ডার বিষয়ক উপদেষ্টা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশী।

নিনা আহমেদের জন্ম ঢাকায়। বাবার আদি বাড়ি ময়মনসিংহ, মায়ের বাড়ি ফরিদপুর। স্বামী আহসান নসরুল্লাহ ও দুই মেয়েকে নিয়ে ফিলাডেলফিয়ার অভিজাত মাউন্ট এরি এলাকায় থাকেন তিনি।

ঢাকার মার্কিন দূতাবাস ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় নিনা আহমেদকে অভিনন্দন জানিয়েছে।