চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফিফা বেস্ট: রোনালদো-মেসির রাজ্যে লেভানডোভস্কি

গত দশকে বর্ষসেরা হওয়ার দৌড়ে সবসময় দুটো নাম অবধারিত থেকেছে, এবারও থাকছে। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুই মহাতারকাকে তালিকায় রেখে প্রকাশিত হয়েছে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের মনোনয়ন।

মনোনয়ন পেলেও মেসি কিংবা রোনালদো এবার সেরার দৌড়ে নড়বড়ে অবস্থানে। দুজনের জায়গা দখলে যেতে পারে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডোভস্কির কাছে। গত মৌসুমে জার্মান ক্লাবটির ট্রেবল জয়ের মূল কারিগর ছিলেন পোলিশ স্ট্রাইকার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

লেভানডোভস্কি ফেভারিট ছিলেন ব্যালন ডি’অর জয়ের পথেও। করোনা মহামারির কারণে ৬৪ বছরে প্রথমবারের মতো ফ্রান্স ফুটবল অনুষ্ঠান বাতিল করায় কপাল পুড়েছে ৩১ বছর বয়সী তারকার।

ফিফার ওয়েবসাইটে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পাওয়া ফুটবলারদের ভোট দেয়া যাবে। পুরস্কার দেয়া হবে ১৭ ডিসেম্বর।

মনোনয়নপ্রাপ্ত পুরুষ ফুটবলার
ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, রবার্ট লেভানডোভস্কি, থিয়াগো আলকানতারা, কেভিন ডি ব্রুইন, সাদিও মানে, কাইলিয়ান এমবাপে, নেইমার, সার্জিও রামোস, মোহামেদ সালাহ ও ভার্জিল ফন ডাইক।

মনোনয়নপ্রাপ্ত নারী ফুটবলার
লুসি ব্রোঞ্জ, ডেলফিন কাসকারিনো, ক্যারোলিন গ্রাহাম হানসেন, পারনেইল হার্ডার, জেনিফার হারমোসো, জি সো-ইয়ুন, স্যাম কার, সাকি কুমাগি, জেনিফার মারোসান, ভিভিয়ানে মেইডেমা, উইন্ডি রেনার্ড।