চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফাইনাল জমিয়ে তুললেন দর্শকরা

বঙ্গবন্ধু বিপিএল দর্শকমনে কতটা সাড়া ফেলেছে তা টের পাওয়া যায়নি ফাঁকা গ্যালারি দেখে। ফাইনাল ম্যাচ মাঠে গড়াতেই দেখা গেল অভূতপূর্ব দৃশ্য। শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি পূর্ণ কানায় কানায়। প্রায় ২৮ হাজার দর্শক একসঙ্গে বসে দেখছেন মুশফিকুর রহিম-আন্দ্রে রাসেলেদের শিরোপার লড়াই। 

খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ফাইনাল শুরু হয় সন্ধ্যা ৭টায়। টসের আগেই প্রায় পূর্ণ হয়ে ওঠে গ্যালারি। মাঠে বল গড়াতে গড়াতে দেখা যায় কোনো চেয়ার ফাঁকা নেই।

লিগপর্বে মিরপুর, চট্টগ্রাম ও সিলেট ভেন্যুতে দেখা যায়নি দর্শকদের উন্মাদনা। ফাইনাল ম্যাচ ঘুচিয়ে দিয়েছে সেই অপূর্ণতা।

ফাঁকা গ্যালারির আর্তনাদ ভুলিয়ে দিয়েছে শিরোপার মহারণ। দুই দলই পাচ্ছে সমান সমর্থন। এখন দেখার অপেক্ষা শিরোপা হাতে তুলে শেষ হাসি কারা হাসেন। মুশফিক-মিরাজদের খুলনা নাকি লিটন-আফিফদের রাজশাহী।