চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফরিদপুরে পেঁয়াজ বীজের ভালো ফলন

ফরিদপুরে কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের ভালো ফলন পাওয়া গেছে। সম্ভাবনাময় এ ফসলটি আধুনিক প্রযুক্তিতে চাষ করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন কৃষক।

এ বছর ফরিদপুরে ২৫শ’ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। আগামীতে পেঁয়াজ বীজের আবাদ আরো বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কৃষি বিভাগ।

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে আবাদ হয়েছে পেঁয়াজের বীজ। বংশপরম্পরায় পেঁয়াজ বীজের আবাদ হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবাদে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য। বিএডিসি, কৃষি বিভাগের পরামর্শ ও ব্যাংক ঋণ নিয়ে চাষের পরিধি বাড়িয়েছেন অনেক কৃষক।

কার্তিক মাস থেকে শুরু করে চৈত্র বৈশাখ মাস পর্যন্ত মাঠ তৈরি, পেঁয়াজ লাগানো, সেচ ও কিটনাশক দিয়ে সার্বক্ষনিক পরিচর্যায় ব্যস্ত রয়েছেন কৃষক। চৈত্র  বৈশাখ মাসেই পেঁয়াজ বীজ ঘরে তুলবেন তারা। এ অঞ্চলে প্রচুর পেঁয়াজ বীজের আবাদ হওয়ায় অচিরেই একটি হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন কৃষক, জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তা।

ফরিদপুর প্রতিনিধি শাহাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে:

https://youtu.be/4nazQmEIbXI