চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রিমিয়ার লিগের ‘হল অব ফেমে’ আগুয়েরো-দ্রগবা

ইংলিশ প্রিমিয়ার লিগের হল অব ফেমে জায়গা পেলেন সার্জিও আগুয়েরো ও দিদিয়ের দ্রগবাসহ ছয় ফুটবল কিংবদন্তি। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণায় তাদের নাম প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ।

ছয় জনের তালিকায় আগুয়েরো-দ্রগবার সাথে আছেন বেলজিয়ামে ম্যানসিটি তারকা ভিনসেন্ট কোম্পানি, ডেনিশ পল স্মাইকেল ও দুই ইংলিশ পল স্কোলস ও ইয়ান রাইট।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছর খেলেছেন আগুয়েরো। সেখানে ২৭৫ ম্যাচে ১৮৪ গোল করে ক্লাবে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন তারকা।

চেলসির হয়ে ৩৮১ ম্যাচ খেলেছেন দ্রগবা। তাতে ১৬৪ গোল করেছেন আইভরি কোস্ট তারকা। ৩১০ লিগ ম্যাচে ডেনমার্কের স্মাইকেলের গোল ২৮৭টি।

প্রিমিয়ার লিগে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ফুটবলারদের হল অব ফেম সম্মানে ভূষিত করে লিগ কর্তৃপক্ষ। ১৯৯২ সাল থেকে ধারাটি চালু হয়েছে। এপর্যন্ত ১৬ জন কিংবদন্তি জায়গা পেয়েছেন সম্মানসূচক ফেমে।