চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রত্যাশা পূরণ হলো না বিএনপির

প্রত্যাশা থাকলেও কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আদেশ কিংবা তার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি – একটিও পায়নি বিএনপি। 

ডিএমপি সূত্রে জানা গেছে, নথি না আসায় রোববার খালেদা জিয়ার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশের দিন পিছিয়ে সোমবার ধার্য করা হয়েছে। এ অবস্থায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে নতুন করে ভাবছে পুলিশ।

জনসভার বিষয়ে এখনো বিএনপিকে ‘না’ করেনি পুলিশ। সার্বিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত জানানো হবে।

পূর্বঘোষিত জনসভার জন্য পুলিশের অনুমতি নিশ্চিত করতে রোববার সকাল ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

ওই প্রতিনিধিদলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ছিলেন। তারা সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

পরে আব্দুস সালাম সাংবাদিকদের জানান, সোমবার সমাবেশের ব্যাপারে পুলিশ এখনো কিছু জানায়নি।আমরা অনুমতি পাবো বলেই আশাবাদী।

রোববার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বিষয়ে হাইকোর্ট কোনো আদেশ দেননি।

এদিন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন বিষয়ে ‘নট টুডে’র আদেশ দিয়ে সোমবার দিন ধার্য করেন।