চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রতিশ্রুতির পরেও সবুজ পরিবেশ ফেরেনি ফার্মগেটের আনোয়ারা পার্কে

বারবার প্রতিশ্রুতির পরেও ফার্মগেটের আনোয়ারা পার্কে এখনো সবুজ পরিবেশ ফিরে আসেনি। প্রয়াত মেয়র আনিসুল হকের পরিকল্পনা ছিলো পার্কটি দখলমুক্ত রেখে নির্মল সবুজ পরিবেশ ফিরিয়ে আনার। সে লক্ষ্যে অচিরেই কাজ শুরু হবে বলে বারবার আশ্বাস দিচ্ছে উত্তর সিটি করপোরেশন।

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের আনোয়ারা পার্কটির এখনো বেহাল অবস্থা। বৃক্ষ উজাড় হতে হতে দিন দিন ন্যাড়া হয়ে গেছে পার্ক, যেন এক ফাঁকা মাঠ। যেমন চলছে খেলাধুলা, তেমনি ভবঘুরেদের দখলে প্রায় পুরো এলাকা। সবচেয়ে বড় অভিযোগ, এর নোংরা পরিবেশ, পার্কটি যেন আবর্জনার স্তুপ।

পার্কের পরিবেশ ফিরিয়ে আনতে এক বছর আগে গণপূর্ত বিভাগের কাছ থেকে ব্যবস্থাপনার দায়িত্ব নেয় উত্তর সিটি করপোরেশন। সবুজে ঢেকে ফেলার পরিকল্পনা করেন মেয়র আনিসুল হক। কিন্তু তার মৃত্যুর পর শুধু আশ্বাসই দিচ্ছে সিটি করপোরেশন।

পরিবেশ ফিরিয়ে আনার বাস্তব উদ্যোগ না থাকলে পার্কটি বেদখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে: