চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চট্টগ্রাম বন্দরে দিনের বেলা কন্টেইনার ভেঙে চুরি

চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের তালা ভেঙে দিনের বেলা ফেব্রিক্স চুরি হয়েছে। এতে বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সিএন্ডএফ এসোসিয়েশনের কর্মকর্তারা। ফেব্রিক্সগুলো ছিলো ইমপ্রেস ফ্যাশন লিমিটেডের।

ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার দুপুরে বন্দরের দুই কর্মীকে সঙ্গে নিয়ে কন্টেইনার থেকে ইমপ্রেস ফ্যাশন লিমিটেডের আমদানি করা ফেব্রিক্সের নমুনা সংগ্রহ করেন কাস্টমস কর্মকর্তারা। পরে বিকেলে ৮নং ইয়ার্ডের কন্টেইনারের তালা ভাঙা দেখতে পান সিএন্ডএফ এজেন্টস কর্মীরা।

সুরক্ষিত ইয়ার্ডের ভেতরে এমন চুরির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বন্দর সিএন্ডএফ কর্মকর্তারা।

বন্দরের ভেতরে চুরির ঘটনার জন্য কাস্টমসকে দায়ী করেছেন চট্টগ্রাম বন্দরের প্রশাসনিক পরিচালক জাফর আলম। তদন্ত কমিটির প্রতিবেদনের পর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

চুরি হওয়া ৭৩ রোল ফেব্রিক্স এর মুল্য ১৫ লাখ টাকারও বেশি। এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের করেছে ইমপ্রেস ফ্যাশন লিমিটেড।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: