চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পেঁয়াজের জন্য দীর্ঘ লাইনে সকাল থেকে অপেক্ষা, আসেনি ট্রাক

পেঁয়াজের উর্ধ্বমূল্যের কারণে রাজধানীর খামারবাড়িতে সকালে টিসিবির পেঁয়াজ বিক্রি করার কথা থাকলেও আসেনি পেঁয়াজের ট্রাক। এ নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষমানদের মাঝে দেখা গেছে তীব্র ক্ষোভ ও হতাশা। 

স্বল্প মূল্যে পেঁয়াজ বিক্রির সরকারের এ ইতিবাচক পদক্ষেপ কর্তৃপক্ষের অবহেলার কারণে সমালোচনার মুখে পড়ছে বলে জানিয়েছেন পেঁয়াজের অপেক্ষায় থাকা ক্রেতারা।

ট্রাকের অপেক্ষায় দীর্ঘক্ষণ লাইনে থাকা সাধারণ জনগণনের দাবি, পেঁয়াজ যেনো অন্তত পাই।

গত কয়েকদিন ধরেই পেঁয়াজের দাম ‘ডাবল সেঞ্চুরি’ পার করে প্রতি কেজি প্রায় আড়াইশ’ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। রাজধানীর বেশিরভাগ বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪০ টাকায়।

বাজারে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত দাম নিয়ন্ত্রণে রাখতে কার্গো বিমানে করে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্রেডিং কর্পোরেশন বোর্ড (টিসিবি) পেঁয়াজ আমদানি করবে। দু’একদিনের মধ্যে বাজারে পাওয়া যাবে এ পেঁয়াজ।