চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পুরোহিত হত্যার ‘রহস্য’ উদঘাটনের দাবি

পঞ্চগড়ে মঠের পুরোহিত হত্যার ঘটনায় জড়িত সন্দেহে প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া তিন ব্যক্তিই জেএমবির সদস্য বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে এসব আসামিদের গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার দেবীগঞ্জ থানাচত্বরে সংবাদ সম্মেলনে রংপুর অঞ্চলের পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবির আসামিদের গ্রেফতার বিষয়ে বিস্তারিত জানান।

তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম জানাননি তিনি।

হুমায়ূন কবির জানান, দুঃখজনক এ ঘটনার পাঁচদিনের মাথায় এর রহস্য উদঘাটন হয়েছে। ঘটনায় পাঁচজন আসামিদের মধ্যে তিন জনকে গ্রেফতার করা গেছে। বাকি দুই আসামি গ্রেফতারের প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এছাড়া এ ঘটনার ব্যবহৃত অস্ত্র সবকিছুই উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চগড়ের বেবীগঞ্জ উপজেলার সন্তগৌরিয় মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করা হয় গত ২১ ফ্রেব্রুয়ারী। সে সময় গোপাল চন্দ্র রায় নামে তার সহকারী গুলিবিদ্ধ হন। তিনি ওই মঠে নিয়মিত যাতায়াত করতেন।

ওইদিন সকালে কয়েকজন দুর্বৃত্ত মঠে হামলা চালায়। তারা মঠের পাশেই অধ্যক্ষকে হত্যা করে। পরে তারা বোমা ফাটিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।