চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পারস্য উপসাগর থেকে রণতরী ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইউএসএস নিমিতজ রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে।

রণতরীটি পারস্য উপসাগরে ৯ মাস ধরে অবস্থান করছিল। তবে এটি এখন যুক্তরাষ্ট্রেই ফিরিয়ে নেয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি কিরবি।

তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পর সেখানে নিরাপত্তার জন্য রণতরী রাখার প্রয়োজনীয়তা দেখছে না বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের পদক্ষেপকে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের তীব্র উত্তেজনা তৈরি হয়। তখন পারস্য উপসাগরে রণতরীটি মোতায়েন করা হয়েছিল।