চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পাকিস্তানের ‘ময়নাতদন্তে’ বিশেষ কমিটি!

বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা বেহাল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চার সদস্যের বিশেষ কমিটি নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির সাবেক চার ক্রিকেটারকে দায়িত্ব দেয়া হয়েছে বিশ্বকাপে দলের বাজে অবস্থার পেছনের কারণ খুঁজতে।

কিন্তু নিয়োগের কয়েকঘণ্টার মাথায় খানিকটা কৌতূহলের জন্ম দিয়েছে ওই বিশেষ কমিটি। দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার মহসিন খান। তার জায়গায় কমিটির প্রধান করা হয়েছে সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে।

কমিটির বাকি দুই সদস্য হলেন নারী ক্রিকেটের প্রধান নির্বাচক উরুজ মমতাজ ও সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

গত বছরের অক্টোবরে দেশটির সকল ধরনের ক্রিকেট দলের জন্য বিশেষ কমিটি গঠন করা হলেও বিশ্বকাপে জাতীয় দলকে ঘিরে একের পর এক বিতর্ক ছড়াতে থাকায় এখন কেবল সেই দলের জন্যই নিয়োগ দেয়া হয়েছে বিশেষ কমিটিকে!

কেবল বিশ্বকাপের পারফরম্যান্সই নয়, কোচিং স্টাফের প্রত্যকের গত তিন বছরের পারফরম্যান্স কেমন ছিল সেটাও অনুসন্ধান করার নির্দেশ দেয়া হয়েছে বিশেষ কমিটিকে। আর বিশ্বকাপে নিজের সক্ষমতার কতটুকু দিতে পেরেছেন ক্রিকেটাররা, সে বিষয়ে প্রতিবেদন দিতে জানানো হয়েছে অনুরোধ।

চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানির দিকে আছে পাকিস্তান। বিশেষ করে ভারতের কাছে ৮৯ রানে হারের পর সমর্থকরা ভীষণ ক্ষুব্ধ হয়ে আছে দলের উপর। তার উপর ম্যাচের আগের রাতে সীসা লাউঞ্জে একাধিক ক্রিকেটারের আড্ডারত ছবি দেখে সমালোচনায় ফেটে পড়েছে পাকিস্তানিরা!