চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

মেয়ে হয়ে জম্মানোর অপরাধে বাবার ছুড়ে দেয়া এসিডে দগ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মেয়েটি শেষ পর্যন্ত জীবন যুদ্ধে পরাজিত হলো। প্রতিবেশীদের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার মাকে ফোনে জানিয়ে আত্মহননের পথ বেছে নেয় বাবলী নামের টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের এক এসএসসি পরীক্ষার্থী।

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে নিহতের মা পারুল বেগম।

১৯৯৯ সালে কন্যা সন্তান হিসাবে জম্ম নেবার অপরাধে জম্মদাতা পিতা তাকে এসিড ছুড়ে হত্যার চেষ্টা করে। পরে এসিড সার্ভাইভার ফাউন্ডেশন নামের একটি সংগঠন বাবলীর চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে ও লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করে।

পরবর্তীতে তারা তাকে মির্জাপুর ভারতেশ্বরী হোমসের আবাসিকে রেখে লেখাপড়ার জন্য ভর্তি করিয়ে দেয়। সেখানে থেকেই এসএসসি পরীক্ষা দেবার কথা ছিলো তার। তবে কিছুদিন পূর্বে হোমসের ডাইনিং এ খাবার নিয়ে সমস্যা হলে আবাসিক থেকে তাকে বের করে দেয় কতৃপক্ষ। পরে মির্জাপুর পৌর এলাকার বাইমহাটীর জাহাঙ্গীর হোসেনের বাড়িতে তার এক বান্ধবী জয়ার পরিবারের সাথে সাবলেট থেকে এসএসসি পরীক্ষা দিতে আসে বাবলী।

দোষীদের শাস্তি দাবী করে নিহতের মা ও নানী বলেন: ‘গতকাল আমরা বাসায় না থাকায় একই বাসার অন্য একজন ভাড়াটিয়া তাকে চরমভাবে মানসিক নির্যাতন করে।’

পরে নিহত শিক্ষার্থী তার মাকে ফোনে নির্যাতনের কথা জানায় এবং নির্যাতন আর সইতে পারছে না বলে আত্মহত্যা করবে বলে ফোনে অবহিত করে।

রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া নিহত শিক্ষার্থীর মাকে ফোন করে জানান তার মেয়ে বাবলী আত্মহত্যা করেছে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অভিযুক্ত ভাড়াটিয়া বান্ধবী ও তার মাকে আটক করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএকেএম মিজানুল হক জানান মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।