চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পরিত্যক্ত স্কুল ভবন, খোলা আকাশের নিচে পরীক্ষা

স্কুলের ভবন পরিত্যক্ত ঘোষণার পর খোলা আকাশের নিচে প্রথম সাময়িক পরীক্ষা দিচ্ছে ভাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গরম আর বৃষ্টির কারণে অসহায় অবস্থা তাদের।

শিক্ষকরা বলছেন, কর্তৃপক্ষকে জানানোর পরও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এ অবস্থা বরগুনার বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাসন্ডা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন চলছে প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষা শুরুর ক’দিন আগেই স্কুলের একমাত্র ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় শিক্ষা অফিস।

পরীক্ষায় ব্যাঘাত না ঘটাতে পাশের একটি বাড়ির উঠোনে পরীক্ষার ব্যবস্থা করেন শিক্ষকরা। শিক্ষকরা জানিয়েছেন, বিদ্যালয়ের এমন পরিস্থিতির কথা অধিদপ্তরে জানানো হয়েছে।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্রায় দেড়শ শিক্ষার্থী লেখাপড়া করছে।

আরও বিস্তারিত মোস্তফা মল্লিকের দেখুন ভিডিও রিপোর্টে-