চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পবিত্র আশুরা আজ

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর কাছে এ দিনটি একইসঙ্গে ধর্মীয়ভাবে গভীর তাৎপর্যময় ও বেদনাদায়ক।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে ৬১ হিজরি সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) ফোরাত নদী তীরের কারবালায় পরিবারের সদস্য ও সঙ্গীসহ শাহাদাত বরণ করেন।

শোকের এ দিনটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আশুরা নামে পরিচিত। শিয়া সম্প্রদায়ের মুসলমানরা বিশেষভাবে পালন করলেও সব মুসলমানের কাছেই এ দিনটি গুরুত্বপূর্ণ।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিয়া সম্প্রদায়ের লোকজন দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করবে।