চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পে শ্রমিকদের ভাতা নিয়ে উত্তেজনা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা রেলওয়ে সেতু প্রকল্পে ঠিকাদারদের সাথে শ্রমিকদের দৈনিক ভাতা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এতে আক্রমণাত্মক শ্রমিকদের সাথে বাংলাদেশি বেসরকারি নিরাপত্তা রক্ষীদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে কয়েকজন আহত হন।

বুধবার রাত ৮টার দিকে প্রকল্প সাইট মেদিনীমন্ডলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে: ৬ মে রাত আটটার দিকে বেতন ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে বাংলাদেশি বেসরকারি নিরাপত্তা কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এসময় তিনজন শ্রমিক সামান্য আহত হন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাবিরুল ইসলাম খান কমপক্ষে তিনজন আহতের খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান: দৈনিক ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল। সন্ধ্যায় প্রায় দেড়শ’ শ্রমিক বেতন ভাতা নিয়ে উত্তেজিত হলে কর্তৃপক্ষ ভয় পেয়ে যায়। এসময় নিরাপত্তারক্ষীরা গুলি করলে কমপক্ষে তিনজন আহত হন। তাদের শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।