চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

পণ্যবাহী যানবাহনের ধর্মঘট স্থগিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সড়কপথে পণ্যবাহী যানবাহনের মালিকরা ধর্মঘট স্থগিত করেছেন।

সোমবার সচিবালয়ে বৈঠকের পর স্থগিতের ঘোষণা দেওয়া হয় পণ্যবাহী যানবাহনের মালিকদের পক্ষ থেকে।

এর আগে, শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন পণ্যবাহী যানবাহনের মালিক সংগঠনের নেতারা। তখন স্বরাষ্ট্রমন্ত্রী  সাংবাদিকদের জানিয়েছিলেন: আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তবে ট্রাক মালিক-শ্রমিক নেতারা তাদের দাবি-দাওয়ার কথা জানিয়ে গেছেন। বিষয়টির সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। তবুও যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি দাম ১৫ টাকা বাড়িয়ে ৬৫ টাকা থেকে ৮০ টাকা করা হয়। এরপরই ধর্মঘটের ডাক দেয় ট্রাক মালিক-শ্রমিক নেতারা।

এর আগে ২০১৬ সালের ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল।