চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইউনূসকে আটক করেছে দুদক

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি’র) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইউনূস শরীফকে দরপত্র জালিয়াতি ও অর্থ আত্মসাৎ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে দুমকিতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মোজহার আলী সরদার জানান, প্রকৌশলী ইউনুস শরীফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬টি প্রকল্প কাজে দরদাতাদের দাখিলকৃত বিল কোয়ান্টিটি (বিওকিউ) এর প্রকৃত হিসাব বিকৃত করে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্ধারণ পূর্বক দরপত্র মূল্যায়ন কমিটির মাধ্যমে কার্যাদেশ প্রদান করে সরকারের ক্ষতি সর্বমোট ৫৩,৫০,৩৯০.৩৫ টাকা আত্মসাৎ করেন। এতে দণ্ডবিধির৪০৯/৪২০/৪৭৭(ক) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে বিজ্ঞ স্পেশাল দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারের পর আদালত হাজির করলে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়।