চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

নেল আর্ট দিয়ে আকষর্ণীয় নখ

বহুদিন ধরেই নেল আর্টের ফ্যাশন জনপ্রিয়তার তুঙ্গে। বিভিন্ন রঙে ও ঢঙে নেল সাজানো অনেকের শখের বিষয়। তবে ডিজাইন করে নেল আর্ট করতে হলে বিভিন্ন ধরনের ব্রাশ লাগে। এক ধরনের ব্রাশ দিয়ে নেল আর্ট করলে নখ ফ্যাশনবল হয় না। এক এক ধরনের নেল আর্টের জন্য দরকার হয় ভিন্ন ভিন্ন ব্রাশ।

সমান্তরালের জন্য ফ্যান ব্রাশ, একটু মোটা লাইন করার জন্য দরকার হয় ফ্ল্যাট ব্রাশ এরকম অারো রয়েছে বিভিন্ন নামের ব্রাশ। যা দিয়ে আপনার নখকে করতে পারেন আরো বেশি সন্দুর।

সাদা ও হলুদের সঙ্গে নেল আর্ট হাতের নখকে করে আরো বেশি আকর্ষণীয়।

গোলাপি রঙের সঙ্গে স্টোন বসিয়ে করতে পারেন ভিন্ন ধরনের নেল আর্ট।

নখের সঙ্গে কালো রঙের নেলপলিশটি সবচে বেশি যায়।

 

নখকে যদি বাবুয়ানা সাজাতে চান তাহলে নেল আর্টটিটে আনতে পারেন ছোটবেলার বিভিন্ন ছবির ছাপ।

ভিন্ন ভিন্ন ডিজাইনে আপনার নখকে করে তুলতে পারেন সবার চেয়ে একটু আলাদা।

 

বিভিন্ন নকশার মাধ্যমে নেল আটর্টি করতে পারেন অারো বেশি রাজকীয়।