চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেপাল ট্র্যাজেডি: শাহীন ব্যাপারী মারা গেছেন

নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারী সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।

শাহীন ব্যাপারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলার ওই  উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ৭১ যাত্রীর মধ্যে ৫১ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

জীবিত ১০ বাংলাদেশির মধ্যে গত ১৮ই মার্চ ঢাকায় আনা হয় শাহীন ব্যাপারী ও কবির হোসেনকে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও দিল্লিতে পাঠানো হয়।

ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহতদের চিকিৎসা দেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে।