চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নেইমার ফিরলেই চুক্তি বাড়াবেন মেসি!

নেইমারকে ন্যু ক্যাম্পে ফেরানো গেলেই চুক্তি বাড়াবেন লিওনেল মেসি, এমন বলছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সদ্যসাবেক সহ-সভাপতি এমিলি রোসাদ। বার্সার সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রত্যাবর্তন ক্লাবের জন্য ভালোই হবে বলে মনে করেন বিতর্কিতভাবে পদ থেকে সরে দাঁড়ানো এ সহ-সভাপতি।

ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের সঙ্গে দ্বন্দ্বের পর পদ থেকে সরে দাঁড়ান রোসাদ। সম্প্রতি ইএসপিএনকে সাক্ষাৎকারে জানিয়েছেন, বর্তমান ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে আইনি লড়াইয়ে যাবেন তিনি। ন্যু ক্যাম্পে ভীষণরকম ‘দুর্নীতি’ হচ্ছে দাবি করে ক্লাবের কোষাগারে সভাপতির নিজস্ব হাত আছে বলেও উল্লেখ করেছেন তিনি।

করোনা তৈরি ক্রান্তিকালে ভীষণরকম অস্থির বার্সার অভ্যন্তরীণ পরিস্থিতি। পদ থেকে সরে দাঁড়িয়েছেন রোসাদসহ বর্তমান বোর্ডের ছয় কর্মকর্তা। এদিকে চুক্তি নবায়ন করছেন না মেসিও। কিছুদিন আগে পরিচালক এরিক আবিদালের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছেন বার্সার আর্জেন্টাইন অধিনায়ক।

রোসাদ মনে করেন ক্লাবের সঙ্গে মেসির দ্বন্দ্ব মিটবে। চুক্তিতেও আসবে দুপক্ষ। তবে আগে দলে আনতে হবে নেইমারকে, ‘আমি মনে করি বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি নবায়ন হবেই। চুক্তিতে আসতে হলে দুপক্ষকেই একটা মধ্যস্থতায় আসতে হবে। তবে আমি অবাক হবো না যদি এই গল্পটা শেষপর্যন্ত সুন্দরভাবে না এগোয়।’

মেসির মনরক্ষায় নেইমারকে ফেরত আনা খুব কঠিন হবে না বলেও মনে করেন রোসাদ, ‘নেইমারকে ফেরত আনা সম্ভব। আমার কাছে এটা মোটেও অসম্ভব মনে হচ্ছে না।’

বর্তমান করোনা পরিস্থিতি খেলোয়াড় কিনতে সাহায্য করবে বলেও মনে করেন রোসাদ, ‘আমার মনে হচ্ছে যে মহামারি পরিস্থিতির কারণে খেলোয়াড় কেনা-বেচায় একটা মূল্যহ্রাস আসবেই। খেলোয়াড় কেনায় তা কাজে আসবে, কিন্তু যারা বিক্রি করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। দুদিকেই নতুনভাবে কী ভারসাম্য আনা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’