চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একদল তরুণের হাতে পরিচ্ছন্ন নীলফামারী শহর

নীলফামারী শহর পরিষ্কার-পরিছন্ন রাখার উদ্যোগ নিয়েছে স্থানীয় একটি বেসরকারি সংস্থার একদল তরুণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা ফুল-ফল গাছ রোপণ করছে। 

উদ্যোগটি স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন ২১-এর। নীলফামারী সদরের তরুণ-যুবকদের নিয়ে শহরের পরিত্যক্ত জায়গাগুলো পরিষ্কার করছে তারা। ময়লা-আবর্জনা এবং জমে থাকা আগাছা তুলে নিয়ে সৃষ্টি করছে পরিচ্ছন্ন পরিবেশ।

ত্রিশ লাখ শহিদের স্মরণে ত্রিশ লাখ বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর ঘোষণায়  উদ্বুদ্ধ হয়েছেন বলে জানান সংগঠনটির পরিচালক।

এই তরুণ-যুবকদের পরিশ্রম শহরকে যেমন দৃষ্টিনন্দন করেছে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখছে বলে জানিয়েছে মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার হোসেন মানিক।

সুন্দর প্রকৃতির জন্য এ ধরনের উদ্যোগ নিয়ে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতিপ্রেমীরা।

আনোয়ারুল আলম প্রধানের তথ্য ও ভিডিওচিত্রে জাহিদুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত