চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেন মওদুদ

দেশে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ রকম নির্বাচনী পরিবেশ আমার রাজনৈতিক জীবনে দেখিনি।

মওদুদ বলেন, আমার আসনসহ সারাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিস্তিতি নেই। আমরা ভোটারদের কাছে যেতে চাচ্ছি। কিন্তু যেতে দিচ্ছে না।

বিএনপির নেতা বলেন, সরকার বুঝে গেছে তাদের কোন ভোট নেই, তাদের সাথে জনগণ নেই। তাই তারা এই হামলা মামলার পথ বেছে নিয়েছে। এছাড়া তাদের আর কোন উপায় নেই।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় সবকিছু কমিশনের নিয়ন্ত্রনে থাকার কথা। কিন্তু এখন দেখি সবকিছু সরকারের অধীনে।

তবে যতোই নির্যাতন করা হোক না কেন বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো বলেও জোর দিয়ে বলেন তিনি।

মওদুদ বলেন, দেশে নির্বাচনের নামে আছে একদলীয় শাসন। বিরোধীদলীয় প্রার্থীদের উপর সহিংস বর্বরতা চলছে। ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে তারা ভোট কেন্দ্রে না আসতে পারে।