চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচন স্থগিতে সরকারের কিছু করার নেই: হাছান মাহমুদ

জয়ের ব্যাপারে আশাবাদী ছিল আওয়ামী লীগ

সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আদালতের রায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে সরকারের কিছু করার নেই দাবি করে তিনি বলেন, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আদালতের রায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে সরকারের কিছু করার নেই। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিল আওয়ামী লীগ।

রোববার বিকেলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগে প্রচার উপ-কমিটির নিয়মিত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমি যতটুকু জানতে পেরেছি তা হলো, সাভারের শিমুলীয়া ইউনিয়নে ৬ টি মৌজা গাজীপুর দেওয়া নিয়ে মামলা হয়েছে। এ মামলার পর আদালত রায় দিয়েছে। আদালত স্বাধীন।

উল্লেখ্য আজ হাই কোর্টের এক রায়ে গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়। এর প্রতিক্রিয়ার বিএনপি বলেছে,সরকার তার নিশ্চিত পরাজয় জেনে এই কাজ করিয়েছে।