চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলো বিএনপি

পৌর নির্বাচনের ফল প্রত্যাখান করে নির্বাচন কমিশন এবং সরকারের পদত্যাগ দাবি করেছে বিএনপি। তারা মনে করে, পৌরসভা নির্বাচনের ফল জোর করে নিজেদের অনুকূলে নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার নৈতিক বৈধতা হারিয়েছে, রাজনৈতিক জয় হয়েছে বিএনপির।

পৌরসভা নির্বাচনের পর তাৎক্ষনিকভাবে অভিযোগ পাওয়া সারাদেশের কেন্দ্রগুলোতে পুন:নির্বাচন দাবি করলেও নির্বাচন নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।

বুধবার রাতে যৌথসভায় দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে পৌরসভা নির্বাচনে দলের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের ফল নিয়ে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, পৌরনির্বাচনে সারাদেশে ব্যালট ছিনতাই, দখল এবং সহিংসতার মধ্য দিয়ে আবারো প্রমাণ হয়েছে একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার পথে হাটছে আওয়ামী লীগ। তড়িঘড়ি করে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রিয়তা প্রমাণের অশুভ উদ্দেশ্যেও আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে।

ফখরুল বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলন অব্যহত থাকবে।