চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নারায়ণগঞ্জের মদনপুরে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জের মদনপুরে জাহিন গার্মেন্টস নামের রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেলে তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। পরে তা ক্রমান্বয়ে ২, ৩, ৪, ৫, ৬ সব ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

জানা যায়, পোশাক কারখানাটি নীটিং গার্মেন্টস, ফেব্রিকস হওয়ায় সুতা, কাপড় ও এক্সেসরিজ ছিল। যে কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভবনে অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও ফ্যাক্টরি বন্ধ থাকায় তা ব্যবহার করা যায়নি।

এছাড়া ফ্যাক্টরি বন্ধ থাকায় কোনো শ্রমিক ভেতরে ছিলনা। ভেতরে আহত বা আটকা পড়া কেউ নেই।

কারখানার শ্রমিকরা জানান, শুক্রবার হওয়াতে সপ্তাহিত ছুটি ছিলো তাই কারখানার বন্ধ ছিলো তবে কয়েকটি ইউনিটে কাজ চলছিলো। কারখানার ৫ নম্বর ইউনিটে কাজ করা অবস্থায় হঠাৎ উপরের আগুন দেখে শ্রমিকার বাইরে বের হন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, দ্বিতীয় তলা ধরনের চারটা ভবনে আগুন ছড়িয়ে গেছে। কারখানার পরিসর বড় হওয়ায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের বেগ পেতে হচ্ছে। তবে কারখানা বন্ধ থাকার কারনে ভেতরে কোন শ্রমিক আটকা পড়েনি তা আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।