চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নরসিংদীতে মেঘনার গর্ভে দুই শতাধিক বসত ভিটা

নরসিংদীর রায়পুরায় মেঘনার করাল গ্রাসে একদিনেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় দুই শতাধিক বসত ভিটা। বসতভিটা হারিয়ে দিশেহারা পরিবারগুলো এখন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নীচে। ঘটনার এতদিন পেরিয়ে গেলেও সরকারী কোন সহযোগিতা পায়নি এখনো।

রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রাম। ঈদ-উল-আযহার দিন আনন্দ, উৎসাহ ও উদ্দিপনার সাথেই সকলের সাথে ঈদ উদযাপন করার কথা ছিল তাদের। কিন্তু বিধি বাম, সকাল থেকেই মেঘনা নদীতে ঘূর্নিপাকে কিছু বুঝে উঠার আগেই মূহুর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় প্রায় দুই শতাধিক বসতভিটা। সবকিছু হারিয়ে এখন দিশেহারা এই মানুষগুলো।

বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা পরিদর্শন করলেও সরকারি কোনো সাহায্য এখনও পৌঁছেনি এই এলাকায়।

তবে সরকারি সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ক্ষতিগ্রস্থদের খাবার সংকট নিরসনসহ নদীভাঙা মানুষগুলোর স্থায়ী আবাসন গড়ে দেয়ার জোর দাবি জানিয়েছেন গ্রামবাসী।