চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নভেম্বরে সিঙ্গাপুর চলচ্চিত্র উৎসব, ‘মরিয়ম’সহ শতাধিক ছবি

সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তরফ থেকে এবছরের নির্বাচিত ফিচার ছবি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ সহ আছে শতাধিক ছবি।

২৬ অক্টোবর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। এবছর ৪০টি দেশের ১০০টির বেশি সিনেমা দেখানো হবে উৎসবে। ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব।

উৎসবে এশিয়ান ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে আছে উদীয় দশ নির্মাতার ছবি। এরমধ্যে স্থান করে নিয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত বাংলা ছবি ‘রেহানা মরিয়ম নূর’।

করোনাভাইরাসের কারণে গতবছর উৎসবের আয়োজন করা হয়েছিল ভার্চুয়ালি। এবছর সশরীরে উপস্থিত থাকতে পারবেন অতিথিরা।

উৎসবের পর্দা উঠবে ‘ভেনজিন্স ইজ মাইন, অল আদার্স পে ক্যাশ’ ছবির মাধ্যমে। ইন্দোনেশিয়ার ব্ল্যাক কমেডি ঘরানার এই ছবি পরিচালনা করেছেন এডউইন।

ফিল্মগার্দে বাগিস, গোল্ডেন মাইল টাওয়ারের কার্নিভাল সিনেমা, গোল্ডেন ভিলেজ গ্র্যান্ড, ওল্ডহ্যাম থিয়েটার, ন্যাশনাল মিউজিয়াম অব সিঙ্গাপুর এবং শ লিডোতে দেখানো হবে সিনেমা।

৫ নভেম্বর থেকে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য পাওয়া যাবে টিকেট।