চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুনভাবে গুগল প্লাস

গুগলের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুগল প্লাসকে নতুনভাবে সাজিয়ে গ্রাহকদের সামনে হাজির করা হয়েছে। এক ব্লগ পোস্টে গুগল প্লাস কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সাইটটিকে আর সহজ ও গ্রাহকবান্ধব করে তৈরি করা হয়েছে।

ব্লগ পোস্টটিতে আরও বলা হয়েছে, গ্রাহকদের পছন্দের নানা বিষয় যোগ করে নতুন নকশায় চালু করা গুগল প্লাসের ব্যবহারবিধিও আগের চেয়ে সহজ করা হয়েছে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, গুগল প্লাসে ব্যবহারকারীরা নিজেদের কমিউনিটি গড়ে তুলতে পারবেন। মূলত নতুন করে ঢেলে সাজিয়ে মাধ্যমটির জনপ্রিয়তা বাড়ানোর শেষ চেষ্টা করা হচ্ছে।

২০১১ সালে গুগল প্লাস যাত্রা শুরু করে। কিন্তু ফেইসবুক-টুইটার-ইনস্টাগ্রামের মতো জনপ্রিয়তা পায়নি। বিভিন্ন সময় নানান উদ্যোগ নিয়েও সাইটটির জনপ্রিয়তা বাড়াতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

নতুন নকশা আসা গুগল প্লাস কতদূর সামনে যায়, সেটাই এখন দেখার বিষয়।