চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এক তরুণীকে নিয়ে নতুন বাসায় উঠেই খুন হন ইয়োগেন

নটরডেম কলেজের ছাত্র হত্যায় ‘জড়িত’ তরুণী গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগে কদমতলার একটি বাসায় নিহত নটরডেম কলেজের ইয়োগেন হেনছি গোন সালভেজ হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাতে রাজধানীর মুগদা থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়।

এ হত্যাকাণ্ডের বিষয়ে বিকাল চারটায় কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত মঙ্গলবার ইয়োগেন হেনছি গোন সালভেজের (২২) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন পাওয়া যায়।

পুলিশ বলছে, পরিচয় গোপন করে এক তরুণীকে নিয়ে নতুন ভাড়া বাসায় উঠেই খুন হন ইয়োগেন।

তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে এবং কেনই বা তিনি পরিচয় গোপন করে নতুন বাসা ভাড়া নিয়েছিলেন? সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ এবং নিহতের পরিবার।

ওই ঘটনার পরের দিন অজ্ঞাতদের আসামি করে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা করেন নিহতের বোন।

জানা গেছে, চট্টগ্রাম জেলার কোতয়ালী থানার পাথরঘাটা এলাকার ম্যাকলিন গোন সালভেজের ছেলে ইয়োগেন। পুরান ঢাকার নারিন্দা এলাকায় মামাতো বোনের বাসায় থাকতেন তিনি।