চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ধাওয়ানের স্টাম্প উপড়ে দিলেন রুবেল

ভারতের দুই ওপেনারের রূদ্রমূর্তির সামনে রান আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বোলাররা। আবু হায়দার রনির দুই রানের ওভার দিয়ে শুরু করে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে ডাকার যথার্থতা প্রমাণের চেষ্টায় হাঁটছে মাহমুদউল্লাহর দল। তুলে নেয়া গেছে ধাওয়ানের উইকেট।

বুধবার কলম্বোয় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন বাজে বোলিং করা তাসকিন আহমেদ। একাদশে ঢুকেছেন আরেক পেসার আবু হায়দার রনি।

রনি প্রথম ওভারে এক ওয়াইডে দেন দুই রান। পরেও রানের গতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন মিরাজ-অপুরা। অন্যদিকে রোহিত শর্মা ও শেখর ধাওয়ান সুযোগ পেলেই ব্যাট চওড়া করা চেষ্টা করছেন।

সেই চেষ্টার বিপরীতে প্রথম সাফল্য আনেন রুবেল হোসেন। ইনিংসের দশম ওভারে স্লো-ইয়র্কারে ধাওয়ানের (৩৫) স্টাম্প উপড়ে উল্লাসে মাতেন।

ইনিংসের অর্ধেকে পৌঁছে রানটা ৭১ এর ওপরে টেনে নিতে পারেননি দুই উদ্বোধনী।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।