চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ধর্মঘটে সাধারণ মানুষের চরম ভোগান্তি

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। পুরো রাজধানীতেই ব্যক্তিগত গাড়ি ছাড়া রাস্তায় কোনো গণপরিবহন নেই। চাকরিজীবী, শিক্ষার্থীসহ অধিকাংশ মানুষ হেঁটে গন্তব্যে যাচ্ছেন। ধর্মঘটের ফলে রাজধানীতে এক প্রকারের মানবিক বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে নগরবাসী। গণপরিবহন না চলায় নগরবাসীর ভোগান্তির সুযোগ বুঝে পরিস্থিতি আরো চরম করে তুলছে রিকশা ও সিনএনজি চালিত অটো রিকশা। তিন থেকে চারগুণ বেশি দামে ভাড়া হাঁকছে তারা।