চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্রুত দুই উইকেট তুলে ম্যাচে ফিরল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে শুরুতে ধুঁকলেও উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। শতরান পেরিয়ে যাওয়ার পর দ্রুত দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

রোববার টস হেরে ব্যাটিংয়ে নামা দলটির সংগ্রহ ৩১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান।

তিলক ভার্মাকে ফিরিয়ে ৯৪ রানের জুটি ভেঙেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। পরে প্রতিপক্ষ অধিনায়ক প্রিয়াম গার্গকে (৭) তামিমের ক্যাচ বানান রাকিবুল।

৬.৪ ওভারে ৯ রানে প্রথম উইকেট হারানো দলটি নির্বিঘ্নেই ছুঁয়ে ফেলে তিনঅঙ্ক। ডানহাতি পেসার সাকিবের শর্ট বলে পুল করেছিলেন তিলক। ডিপ মিড উইকেটে সীমানা দড়ির কাছ থেকে লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নেন শরিফুল ইসলাম। তিলক ৩৮ রান করে ফেরেন সাজঘরে।

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করে ভারতকে ১০ উইকেটের জয় উপহার দেয়া ওপেনার যশভি জয়সাল ফাইনালে পেয়েছেন ফিফটির দেখা।