চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্বিতীয় ম্যাচে কৃষ্ণা, সানজিদাদের বড় জয়

চীনে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। রোববার শানজি অনূর্ধ্ব-১৬ দলকে ৪-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা।

চীনের জিয়ানে প্রথম ম্যাচে শনিবার বিকেলে চীন অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বাংলাদেশের এই দলটি সেপ্টেম্বরে এএফসি কাপের চূড়ান্তপর্বে খেলবে। থাইল্যান্ডে সেই আসরে নামার আগে প্রস্তুতিমূলক সফর চলছে। জাপান ও সিঙ্গাপুরে প্রস্তুতি ম্যাচ খেলার পর এখন চীনে তারা।

বাংলাদেশ এদিন ম্যাচের ৮ মিনিটের মাথায় এগিয়ে যায়। লেফট উইঙ্গার মারজিয়া গোল করেন। ঠিক পরের মিনিটে রাইট উইঙ্গার রাজিয়া দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচটিও তিনভাগে খেলা হয়েছে। প্রথমভাগে ১-০তে এগিয়ে ছিল বাংলাদেশ।

এরপর ৩২তম মিনিটে অধিনায়ক কৃষ্ণার পাস থেকে বল ধরে তোহুরা ব্যবধান দ্বিগুণ করেন। ৪৪ মিনিটের সময় স্ট্রাইকার সিরাত জাহান ব্যবধান ৩-০ করেন।

তৃতীয়ার্ধে চীনের প্রাদেশিক এই দলটি লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করে। ৮৪তম মিনিটে লোউ জিমেই একটি গোল শোধও করেন।

কিন্তু ফরওয়ার্ড সুলতানা শেষদিকে মনিকার পাস ধরে আরেকটি গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

সোমবার সিএফএ অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।