চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য ও বুলগেরিয়া সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শনিবার সকাল ৬টা ১০
মিনিটে দেশে পৌঁছান তিনি।

বুলগেরিয়া সফরে দু’দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শুক্রবার সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়।

এ সফরে প্রধানমন্ত্রী ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’ এ অংশ নিয়ে মূল বক্তব্য প্রদান করেন। এছাড়াও প্রধানমন্ত্রী সেদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। পাশাপাশি বুলগেরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দল এবং বুলগেরিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

গত ১৫ মে সকালে বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পথে লন্ডনে দু’দিনের যাত্রা বিরতি করেন। লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো শেষে ১৮ মে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সোফিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।