চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হোয়াইট হাউজে গুলি, বন্দুকধারী আহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছের একটি চেক পোস্টে গোয়েন্দা কর্মকর্তাদের গুলিতে সন্দেহভাজন এক বন্দুকধারী আহত হয়েছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর থেকে কিছুক্ষণের জন্য হোয়াইট হাউজ বন্ধ করে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, হোয়াইট হাউজের কাছাকাছি একটি নিরাপত্তা চৌকিতে ওই ব্যক্তি তার আগ্নেয়াস্ত্রটি বের করে ঝাঁকাতে শুরু করলে পুলিশ তাকে গুলি করে। গুলিটি ওই সন্দেহভাজন ব্যক্তির পেটে লাগে।

ওই ঘটনার সময় প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে ছিলেন না। ম্যারিল্যান্ডে গলফ খেলতে গিয়েছিলেন তিনি। তবে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে থাকলেও তাকে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

নিরাপত্তার স্বার্থে গোয়েন্দা সদস্যরা হোয়াইট হাউজের নর্থ লন, পেনসিলভেনিয়া এভিনিউ এবং লেফায়েত পার্ক এলাকা বন্ধ করে দেন।

ওই বন্দুকধারীই প্রথমে নিরাপত্তা চৌকিতে গুলিবর্ষণ করেছিল – এমন খবর পাওয়া গেলেও তা নিশ্চিত করেনি পুলিশ।